মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):-
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সাংবাদিকবৃন্দ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজিবপুর সাংবাদিকদের উদ্যোগে রাজিবপুর শহরের সুপার মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবকন্ঠের রাজিবপুর প্রতিনিধি সহিজল ইসলাম সজল, চর রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের সাংবাদিক সোহেল রানা স্বপ্ন ও দেশ বার্তা নিউজের সাংবাদিক জিয়াউর রহমান জিয়া।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন গাজীপুরে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন, যা দেশের গণমাধ্যমের জন্য এক গভীর শোকের ঘটনা। অন্যদিকে, সাংবাদিক সৌরভের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টার স্পষ্ট প্রমাণ। তারা অভিযোগ করেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বেড়েই চলেছে।
বক্তারা জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে সঠিক সংবাদ প্রকাশের পরিবেশ নষ্ট হবে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য মারাত্মক হুমকি। তারা হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বিএসসি ও অর্থ সম্পাদক মোখলেছুর রহমান, আরিফ মাহমুদ, সদস্য ময়নুল ও আলমগীর। রাজিবপুর প্রেসক্লাবে সাংবাদিক আল আমিন ও রাকিব হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ, কৃষক দলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।