মুরাদনগরে বিএনপির নেতা পরিচয়ে লিজকৃত পুকুর দখলের অভিযোগ

প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০৫:০০ অপরাহ্ণ ৬২৮ বার পঠিত
মুরাদনগরে বিএনপির নেতা পরিচয়ে লিজকৃত পুকুর দখলের অভিযোগ

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ


 

মুরাদনগরে উপজেলা কাগাতুয়া গ্রামের চন্দ্র পুকুর নামে একটি পুকুরকে বিএনপির নেতা পরিচয়ে দখল করার অভিযোগে পাওয়া গেছে।

কাগাতুয়া গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে আলী হোসেন (৪৮),জাহাঙ্গীর সরকারের ছেলে, জিলানী (৫০)সহিদ মিয়ার ছেলে জসিম (৪০),হিরু মিয়ার ছেলে মোঃ মোজাম্মেলের নামসহ অজ্ঞাত আরো৪অভিযোগ/৫ বিবাদী করে বাঙ্গরা থানায় একটি লিখিত দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা ব্রাক্ষণ চাপিতলা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে আনিস মিয়া গত ১০ এপ্রিল কাগাতুয়া চন্দ্র পুকুরটি তিন বছরের জন্য ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে ইজারা চুক্তিপত্র নেয়। বর্তমানে তার পুকুরে ৭ লক্ষ মাছ রয়েছে। বিবাদীগণ জোরপূর্বক ভাবে বি এনপির নেতা পরিচয়ে গত বৃহস্পতিবার(২৯ আগষ্ট) সকাল অনুমান সারে দশটার দিকে কয়েকটি বড় বড় বাঁশ ফেলে পুকুরটি দখল করে রেখেছে। এতে সে বাধা দিলে বিবাদীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তাকে প্রান নাশের হুমকি প্রদর্শন করে। অভিযুক্ত আলী হোসেন বলেন, সরকার থেকে লিজ নিয়েছে নজরুল ইসলাম নামের এক লোক, আনিছ মিয়াতো লিজ নেয় নাই, আমরা তাদেরকে মাছ ধরে নিয়ে যেতে বলছি, এখন তার কোন কথা থাকলে সে নজরুল ইসলামের সাথে বলুক। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন, পুকুরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।