চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ-
রাজশাহী জেলার চারঘাটে বিদেশী পিস্তুল ও গুলিসহ ৩ জন কে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
আটক কৃতরা হলেন রায়পুর গ্রামের কালামের ছেলে ,মেহেদী হাসান মুন্না (২৮) জামরুলের ছেলে,হৃদয় আহম্মেদ (২৬) ও মুনছুরের ছেলে মুমুনুর রশিদ (৩৫)। সোমবার আনুমানিক রাত ২.৩০ মিনিটে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা শিকার করেছেন চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে ওয়ারেন্ট তামিল করতে চারঘাট মডেল থানার ওসির নিদের্শনায় উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক,এসআই তপন,এএসআই দীন মোহাম্মদ ও হাসানুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে একদল পুলিশ উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রাত প্রায় ৩ টার দিকে রায়পুর মহাজনপাড়া এলাকার জনৈক আব্দুল কুদ্দুসের বাড়ীতে অভিযান পরিচালনার সময় তার শয়ন কক্ষে ৩ ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়। পরে ওই ঘর থেকে মেহেদী হাসান মুন্না (২৮),হৃদয় আহম্মেদ (২৬) ও মুমুনুর রশিদ (৩৫) কে আটক করা হয়। সকলেই আত্মগোপনে ছিলেন। পরে আটককৃত মেহেদী হাসান মুন্নার শরীর তল্লাসী করলে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে চারঘাট মডেল থানায়একটি মামলা করা হয়েছে।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আটক কৃতরা কোন সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য কিনা সেই রহস্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার সকালে তাদের আদালতের প্রেরণ করা হয়েছে।