ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
বাংলাদেশ নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। চলতি মাসেই তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, যা টাইগ্রেসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ।
বাংলাদেশ নারী দল সম্প্রতি ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে কিছুটা সহজ করেছে বিশ্বকাপে সরাসরি খেলার পথ। তবে বিশ্বকাপ নিশ্চিত করতে হলে এই সিরিজের তিন ওয়ানডের মধ্যে অন্তত দুই ম্যাচ জিততে হবে নিগার সুলতানা জ্যোতিদের।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৯ জানুয়ারি, এরপর ২১ ও ২৪ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচের ভেন্যু সেন্ট কিটস।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সূচি:
ম্যাচ | তারিখ | ভেন্যু |
---|---|---|
প্রথম ওয়ানডে | ১৯ জানুয়ারি | সেন্ট কিটস |
দ্বিতীয় ওয়ানডে | ২১ জানুয়ারি | সেন্ট কিটস |
তৃতীয় ওয়ানডে | ২৪ জানুয়ারি | সেন্ট কিটস |
প্রথম টি-টোয়েন্টি | ২৭ জানুয়ারি | সেন্ট কিটস |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ২৯ জানুয়ারি | সেন্ট কিটস |
তৃতীয় টি-টোয়েন্টি | ৩১ জানুয়ারি | সেন্ট কিটস |