ডিবি প্রধানের বদলি ও মডেল মেঘনার ঘটনার মধ্যে কোনো যোগ নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ণ   |   ১০৭ বার পঠিত
ডিবি প্রধানের বদলি ও মডেল মেঘনার ঘটনার মধ্যে কোনো যোগ নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার বিষয়টি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ, এর সঙ্গে মডেল মেঘনা আলমের ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই।
 

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। তিনি বলেন, “মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। তাঁর গ্রেপ্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনায় হয়নি এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা সমীচীন নয়।”
 

আইন উপদেষ্টার মন্তব্য প্রসঙ্গে খোদা বখস চৌধুরী বলেন, “তিনি কোন প্রেক্ষিতে কথাগুলো বলেছেন, তা আমরা জানি না। সাংবাদিকদের প্রশ্নের ভিত্তিতে অনুমান করে উত্তর দিলে প্রেক্ষাপট বিভ্রান্তিকর হতে পারে।”
 

মডেল মেঘনার গ্রেপ্তারে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ নিয়ে সমালোচনা সম্পর্কে খোদা বখস চৌধুরী বলেন, “এই আইন প্রয়োগ হচ্ছে—এটা নতুন কিছু নয়। শুধু মেঘনার ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও এই আইন ব্যবহার হয়েছে। এখানে বেআইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আদালতে বিষয়টি বিচারাধীন, সেখানে আমরা জবাব দেব। প্রচলিত আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
 

উল্লেখ্য, ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকার নিজ বাসা থেকে পুলিশ আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেন।