বিনোদন প্রতিবেদক:-
শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শোনা গিয়েছিল, মাত্র একদিন শুটিং করেই এই সিনেমা থেকে বাদ পড়েছেন সাবিলা নূর। তবে আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি। সে সময় বিষয়টি নিয়ে তাণ্ডব টিমের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, এখন স্পষ্ট হয়ে গেছে—সাবিলা নূরই থাকছেন শাকিব খানের নায়িকা হিসেবে।
সাবিলার বাদ পড়ার গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই আসে আরেক খবর—তাণ্ডব থেকে বাদ পড়েছেন নিদ্রা দে নেহা নামের আরেক নায়িকা। জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চূড়ান্ত ঘোষণা আসার আগেই তিনি নিজেই নিজের যুক্ত হওয়ার খবর প্রকাশ করেছিলেন, যা তার বাদ পড়ার অন্যতম কারণ।
এদিকে এখন নিশ্চিত হওয়া গেছে, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে তথ্য গোপন থাকেনি। ঢাকার এফডিসিতে শুটিং শেষ করে বর্তমানে রাজশাহীতে চলছে ‘তাণ্ডব’-এর দৃশ্যধারণ। সেখান থেকেই শাকিব ও সাবিলার একটি রোমান্টিক মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা থেকে স্পষ্ট হয়ে গেছে সাবিলা নূরের উপস্থিতি।
‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় প্রথমবারের মতো অভিষেক হচ্ছে সাবিলা নূরের। আয়নাবাজির নাবিলা এবং ইধিকা পালের মতো সাবিলাও এবার সিনেমায় ক্যারিয়ারের নতুন মোড় নিতে যাচ্ছেন। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে সাবিলা নূর জুটি বেঁধে সিনেমা হলে ঝড় তুলতে প্রস্তুত।
অ্যাকশন আর উত্তেজনায় ভরপুর ‘তাণ্ডব’-এ প্রথমবারের মতো দেখা যাবে শাকিব খান ও সাবিলা নূরের নতুন রসায়ন। সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন, ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’-এর সাফল্যের পর এবার ‘তাণ্ডব’ দিয়েও বাজিমাৎ করবেন শাকিব খান।
‘তুফান’ খ্যাত নির্মাতা রায়হান রাফী পরিচালনা করছেন ‘তাণ্ডব’। তিনি জানিয়েছেন, নায়িকা প্রসঙ্গে এখনই কিছু বলতে চান না। তার ভাষায়, "কয়েকদিনের মধ্যেই টিজার প্রকাশ হবে, তখন সব জানতে পারবেন। আরও কিছুটা অপেক্ষা করুন।"
শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এবং আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে।