আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-
বুধবার ১২ই ফেব্রুয়ারি সকাল ১১টায় আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত মোঃ সফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আশা সাতক্ষীরা জেলা আয়োজিত ফিজিওথেরাপী সেন্টারে দোয়া অনুষ্ঠান ও দিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপী সেবা প্রদান করা হয়। ডাঃ নাজমুল হুদার সার্বিক তত্বাবাধায়নে ফিজিওথেরাপী সেন্টারে দিনব্যাপী প্রায় ১৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান ও ফ্রি ফিজিওথেরাপী উপকরণ বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশা সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন যেকোনো বিশয়ে যেকোনো ধরনের সহাজোগিতার জন্য আপনারা আমাদের অফিসে আসবেন কথা বলেন আশার পক্ষ থেকে আমারা যেকোনো সহাজোগিতা করার চেষ্টা করবো।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ সহকারি অফিসার। তিনি বলেন আসার যে কার্যক্রম সম্পর্কে জেনেছি, দীর্ঘদিন ধরে আসা বাংলাদেশে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সেটা অনেক ভালো কাজ।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় একাউন্টস মনিটর বাদল কৃষ্ণ গণপতি,জেলার সিনিয়র ফিল্ড অডিটর মোঃ আবুল কালাম দিহিদার, জেলা এএসই মোঃ আরিফুল ইসলাম,সাতক্ষীরা সদর ১ও ২ ব্রাঞ্চের এসবিএম মোঃ আবু সাঈদ, আব্দুস সাত্তার এছাড়া সহকারী ব্রাঞ্চ ম্যানেজার জি এম ফরহাদ হোসেন,পলাশ কুমার দাশ এবং সাধারণ জনগণ এ সময়ে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর অঞ্চলের সিনিয়র আর এম ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানের দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়, ও দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, প্রেস ইমাম সিবি হসপিটাল জামে মসজিদ।