সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
০২ অক্টোবর ২০২৪ ০৩:৫৭ অপরাহ্ণ
|
৬৭৬ বার পঠিত
রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করে র্যাব। মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা। ওই ঘটনায় পেটে ও বুকে গুলিবিদ্ধ হন গার্মেন্টসকর্মী রুবেল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যায় রুবেল। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে গত ২২ আগস্ট রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা করেন।