ডেস্ক নিউজ:-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর কমিটির আগামী ১৯ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ উপলক্ষে এক প্রস্তুতি সভা ১৭ আগস্ট, রোববার সন্ধ্যায় ইপিজেডে স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মোবিনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আশরাফ উদ্দিন আল সাবা'র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইউসুফ সুমন।
এতে অন্যান্যের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু ছাদেক। এতে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ শাহিন আলম,আবু হানিফ,আল- মুস্তাবিন এবং মোঃ আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতায় ইপিজেড থানা কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা, সাজসজ্জা সহকারে কর্মসূচিতে অংশ গ্রহণ এবং কেক কাটা ও সম্মিলিত ভাবে দলীয় হওয়ার আহবান জানিয়েছেন।