টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ
প্রকাশকালঃ
০৪ জুন ২০২৪ ০৩:১২ অপরাহ্ণ ১৩৫ বার পঠিত
সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে চোটের দ্রুত উন্নতি হয়েছে এই পেসারের। যার কারণে বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচেই তাসকিনকে পাওয়া নিয়ে খুব একটা সংশয় নেই। সোমবার (২ জুন) বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’
তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।'