পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত: ৩ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন

প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৪ ০৯:১৭ অপরাহ্ণ ০ বার পঠিত
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত: ৩ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 

রাজধানীর পূর্বাচলে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মুবিন আল মামুন, মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। পুলিশ তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে।
 

শুক্রবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী। তবে আজ ছুটির দিন হওয়ায় রিমান্ড শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে। এর মধ্যে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
 

নিহত মুহতাসিম মাসুদ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে মাসুদ তার দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে পূর্বাচলে ঘুরতে বের হন। বাসায় ফেরার সময় নীলা মার্কেট সংলগ্ন পুলিশ চেকপোস্টে তাদের মোটরসাইকেল থামানো হয়। রাত ৩টার দিকে চেকপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগামী প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ মারা যান। তার দুই বন্ধু অমিত সাহা ও মেহেদী হাসান আহত হন। পুলিশ ওই গাড়িতে থাকা মুবিন, মিরাজুল ও আসিফকে গ্রেপ্তার করে।
 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মুবিন আল মামুন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং প্রাইভেটকারটি তার বাবার নামে নিবন্ধিত।
 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হান দাবি করেন, সেদিন ঘন কুয়াশা ছিল এবং সড়কে সংকেতবিহীন চেকপোস্ট থাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, গাড়িটি হঠাৎ ব্যারিকেডে ধাক্কা দিলে সেটি মোটরসাইকেলের ওপর পড়ে যায়।
 

তবে রূপগঞ্জ থানার ওসি জানান, পূর্বাচলে ক্রমবর্ধমান অপরাধ ঠেকাতে গত দুই সপ্তাহ ধরে ৩০০ ফুট সড়কের ওই অংশে চেকপোস্ট বসানো হয় এবং চেকপোস্টের আগে সঠিক সংকেত ছিল। ঘটনার পর মুবিন ড্রাইভিং লাইসেন্স দেখাতে ব্যর্থ হন।