আবেদ ও পিএসসির পাঁচ কর্মকর্তার অঢেল অর্থের খোঁজে বিএফআইউকে চিঠি  

প্রকাশকালঃ ০১ আগu ২০২৪ ০২:৪৫ অপরাহ্ণ ৫৬৯ বার পঠিত
আবেদ ও পিএসসির পাঁচ কর্মকর্তার অঢেল অর্থের খোঁজে বিএফআইউকে চিঠি  

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমানসহ পিএসসির আরো পাঁচজন কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইউ) চিঠি দিয়েছে।   

 

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, দুদকের চিঠিতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আবেদ আলী ও তার ছেলে, পিএসসির পাঁচ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অর্থের তথ্য চাওয়া হয়েছে। 
 

এছাড়া বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত অভিযোগে আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গত ৯ জুলাই রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে তারা গ্রেপ্তার হন।

 

একই অভিযানে গ্রেপ্তার করা হয় পিএসসির দুজন উপ-পরিচালক, একজন সহকারী পরিচালকসহ আরও ১৫ জনকে।