ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের দখলকৃত জমি উদ্ধার অভিযানে হামলা করেছে অবৈধ দখলকারীরা। হামলায় এসিল্যান্ডসহ অন্তত ১০ জন আহত হয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ তিনটি গাড়ি ও দুটি এস্কেভেটর ভাঙচুর করা হয়। মঙ্গলবার উপজেলার ইজ্জতপুর এলাকায় অভিযান চলাকালে এই হামলার ঘটনা ঘটে।
বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ইটের আঘাতে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, ইউএনওর গাড়িচালক আ. হানিফ, স্টাফ আশিকুর রহমান, রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক লিটন, এস্কেভেটর মেশিনের অপারেটর মো. রাসেল ও মো. হাকিমুল্লাহ সহ অন্তত ১০ জনকে আহত করেছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দুই হামলাকারীকে আটক করেছে, তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। শ্রীপুর উপজেলার ৪৯নং কাফিলতলী মৌজার বনের জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে আসছিল। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে শ্রীপুরে বনের জমি দখলের প্রবণতা বৃদ্ধি পায়। গত কয়েকদিন ধরে বন বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হলেও দখলদাররা স্থাপনা সরায়নি।
মঙ্গলবার, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় বন বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে বেশ কয়েক একর বনভূমি উদ্ধার এবং অবৈধ স্থাপনা ভাঙচুর করা হয়। বিকেল ৩টায় অভিযান শেষে ফেরার পথে বনের জমি দখলকারীরা উপজেলা প্রশাসনের ওপর হামলা চালায়।
এ বিষয়ে শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, "অভিযান প্রায় শেষ হওয়ার দিকে স্থানীয়রা জমির মালিকানা নিয়ে রেল ও বন বিভাগের মধ্যে জটিলতা তৈরি করে এবং হামলাকারীরা ইট-পাথর ছুঁড়ে আমাদের ওপর হামলা শুরু করে।"
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব আহমেদ জানান, হামলার সাথে সম্পৃক্ত কয়েকজনের নাম চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে সিরাজুল, তার ছেলে মাসুদ, বোন, স্ত্রী এবং মেয়ে শারমিনের নাম রয়েছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় বন বিভাগ তাদের বন আইনে মামলা করবে, এবং উপজেলা প্রশাসনও মামলা দায়ের করবে।