চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলের চালান আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবির তথ্য অনুযায়ী, সোনামসজিদ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৫/১৫-এস থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে—শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় মাদক চোরাকারবারীরা বড় আকারের ফেন্সিডিলের মজুদ তৈরি করে রেখেছিল। সুযোগ পেলে এসব মাদক দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল গতকাল ১৬ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় তিনটি প্লাস্টিকের ক্যারেটের ভেতর বস্তাবন্দি অবস্থায় মোট ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরীর মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।