পুসাসের আয়োজনে হ্যালো সরিষাবাড়ি: ইন্টারঅ্যাক্ট উইথ ইয়ুথ ২.০

প্রকাশকালঃ ২৪ জুন ২০২৪ ০৩:৩০ অপরাহ্ণ ১০০ বার পঠিত
পুসাসের আয়োজনে হ্যালো সরিষাবাড়ি: ইন্টারঅ্যাক্ট উইথ ইয়ুথ ২.০

ঢাকা প্রেস
আলমগীর হোসেন (নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি):-


জামালপুরের সরিষাবাড়িতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সরিষাবাড়ি (পুসাস) এর আয়োজনে 'হ্যালো সরিষাবাড়ি: ইন্টারঅ্যাক্ট উইথ ইয়ুথ ২.০' অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ জুন) সরিষাবাড়ি উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।


আয়োজনের প্রথম পর্বে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০২২-২৩ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও অভিজ্ঞতা শেয়ার করেন।


পুসাসের সভাপতি ফাহাদ আহমেদ শাওন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শওকত আলী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম,  সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. মনির উদ্দিন।


এ সময় আরও উপস্থিত ছিলেন পুসাসের সাবেক সভাপতি মো. আশিকুর রহমান, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রনি চৌধুরী প্রমুখ।