নিজস্ব প্রতিবেদক:-
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ শুক্রবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এ দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া।
জন্মদিনে বেগম জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ’৭১ এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলনে ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় মাদারগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ে বালিজুড়ী হাইস্কুল মোড় দলী কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সভাপতি মাদারগঞ্জ উপজেলা বিএনপি
সভাপতিত্ব করবেন-আব্দুল গফুর, সভাপতি মাদারগঞ্জ পৌর বিএনপি।
সঞ্চালনায় ছিলেন:- মোঃ মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক মাদারগঞ্জ উপজেলা বিএনপির ও সভাপতি ৭ নং সিদুলী ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:- আব্দুল মান্নান চেয়ারম্যান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাদারগঞ্জ উপজেলা বিএনপি, খালেদ মাসুদ সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক মাদারগঞ্জ পৌর বিএনপি, মোঃ ইউসুফ হাসান ওভি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাদারগঞ্জ পৌর বিএনপি, আলহাজ্ব মাসুদ খান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জামালপুর জেলা বিএনপি, মোঃ জিয়াউর রহমান জিয়া সাবেক যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা বিএনপি, মোঃ খালিদ হাসান সাংগঠনিক সম্পাদক মাদারগঞ্জ পৌর বিএনপি, আবুল কালাম আজাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ পৌর যুবদল, মোখলেছুর রহমান মোখলেছ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা যুবদল, মোঃ হাফিজুর রহমান সাকু যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা যুবদল, মোঃ রবিউল ইসলাম রাসেল আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ হাফিজুর রহমান সদস্য সচিব মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, আব্দুল আল-মামুন আহ্বায়ক মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল, মোঃ বজলুর রহমান সরকার সভাপতি মাদারগঞ্জ পৌর শ্রমিক দল, ডাঃ এম এ মান্নান যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা যুবদল ও সিনিয়র সহ-সভাপতি ২ নং কড়ইচড়া ইউনিয়ন বিএনপি, মোঃ মোবারক হোসেন নান্টু মেম্বার সাধারণ সম্পাদক ২ নং কড়ইচড়া ইউনিয়ন বিএনপি, মোঃ রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ২ নং কড়ইচড়া ইউনিয়ন বিএনপি, মোঃ আলমগীর হোসাইন হৃদয় যুবনেতা ২ নং কড়ইচড়া ইউনিয়ন যুবদল,আব্দুল হান্নান সভাপতি ৩ নং গুনারীতলা ইউনিয়ন বিএনপি, রাফিউল ইসলাম বিরবল সাধারণ সম্পাদক ৩ নং গুনারীতলা ইউনিয়ন বিএনপি, মোস্তাফিজুর রহমান হারুন যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড উপজেলা মহিলা দল সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।