হোটেলে আগুন লাগায় চঞ্চল চৌধুরীসহ অনেক শিল্পীর প্রাণে ঝুঁকি!

প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৪ ০৫:৪০ অপরাহ্ণ ৫৩৮ বার পঠিত
হোটেলে আগুন লাগায় চঞ্চল চৌধুরীসহ অনেক শিল্পীর প্রাণে ঝুঁকি!

বিনোদন ডেস্ক, ঢাকা প্রেস নিউজ


যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেঁচে গেলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেক বাংলাদেশী ও ভারতীয় শিল্পী।

 

৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (এনএবিসি) অংশগ্রহণের জন্য শিকাগোর একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছিলেন চঞ্চল চৌধুরী, মমতা শঙ্কর, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, অরিন্দম শীল, সুদেষ্ণা রায় এবং ইশা সাহারা সহ আরও অনেকে।

স্থানীয় সময় শনিবার (৬ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে হোটেলের একটি কক্ষে আগুন লেগে যায়।

তৎক্ষণাৎ ফায়ার অ্যালার্ম বাজানো হয় এবং হোটেল কর্তৃপক্ষ সবাইকে দ্রুত বাইরে বেরিয়ে আসার নির্দেশ দেয়।

ঘুম থেকে উঠে হোটেল কর্মীদের সাহায্যে সিঁড়ি দিয়ে নেমে প্রাণে বেঁচে যান সকল শিল্পী।

অভিনেত্রী মমতা শঙ্করের পায়ে ব্যথা থাকায় তিনি সিঁড়ি নামতে অসুবিধা পান। তাকে সাহায্য করে নামিয়ে আনা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সকলেই তাদের নিজ নিজ কক্ষে ফিরে যান।

 

চঞ্চল চৌধুরী এই ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, "আমরা মৃত্যুর মুখোমুখি ছিলাম। কেউ জানত না কী হবে।" পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, "সবাই হতভম্ব ছিলাম। শুধু একটাই চিন্তা ছিল, প্রাণে বেঁচে ফিরতে হবে।"