করতোয়া নদীতে পিকনিকের নৌকায় অশালীন আচরণ, স্থানীয়দের প্রতিক্রিয়া

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
করতোয়া নদীতে পিকনিকের নৌকায় অশালীন আচরণ, স্থানীয়দের প্রতিক্রিয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে পিকনিক করতে আসা কয়েকটি নৌকার তরুণদের ‘অশালীন নৃত্য’ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে ভাসমান নৌকাগুলোতে শতাধিক তরুণ উপস্থিত ছিলেন। পিকনিক উপলক্ষে তারা রান্নার উপকরণ ও সাউন্ড সিস্টেমসহ বাদ্যযন্ত্র নিয়ে এসেছিলেন। বিকেলের দিকে নদীর পশ্চিম পাড়ে কয়েকজন তরুণী বেড়াতে এলে একটি নৌকার কয়েকজন যুবক উচ্চস্বরে গান চালিয়ে অশোভন আচরণ শুরু করেন। অভিযোগ রয়েছে, তারা জামা-প্যান্ট খুলে শুধু অন্তর্বাস পরে কুরুচিপূর্ণ নৃত্যে অংশ নেন।
 

এই ঘটনার প্রতিবাদ জানালে তারা শোনেননি। একপর্যায়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েকজন লাঠি হাতে এগিয়ে গিয়ে নৌকার ওই তরুণদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বাঁচার জন্য কেউ কেউ নদীতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন। পরে নৌকাগুলো শাহজাদপুর উপজেলার দিকে সরে যায়।
 

দুর্গানগর ইউনিয়ন পরিষদের সদস্য ও পার সোনতলা গ্রামের বাসিন্দা এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকনিকের নামে এমন অশোভন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয়দের বারবার নিষেধ সত্ত্বেও তরুণেরা তা উপেক্ষা করেন, ফলে উত্তেজনা সৃষ্টি হয়। খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, নৌকাগুলো শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকা থেকে এসেছিল।
 

তবে ঘটনার সময় উপস্থিত থাকা কেউ আইনি ঝামেলার ভয়ে নাম প্রকাশ করতে চাননি।
 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে পরে জানতে পেরেছি। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”