১ লাখ ৮০ হাজার টাকা ভোট কিনার অভিযোগে , দুজনকে কারাদণ্ড 

প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৪ ০২:২৩ অপরাহ্ণ ১৯৮ বার পঠিত
১ লাখ ৮০ হাজার টাকা ভোট কিনার অভিযোগে , দুজনকে কারাদণ্ড 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোট কেনার চেষ্টার অভিযোগে দুজনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোট কেনার চেষ্টার অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী তাদের কারাদণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জ উপজেলার বেরুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইব্রাহিম হোসেন ও তার ছেলে ফরহাদ হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ভোটগ্রহণের দিন দুপুরে বেরুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বুথের কাছে ইব্রাহিম হোসেন ও তার ছেলে ফরহাদ হোসেনকে ভোটারদের কাছে ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করতে দেখা যায়। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে।

আদালত শুনানি শেষে তাদেরকে ভোট কেনার অভিযোগে ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন।