মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ আগu ২০২৫ ০৮:৫৫ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ হুমায়ুন সরকার এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন মিয়া।
 

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মহিউদ্দিন অঞ্জন ও সদস্য সচিব মোল্লা মজিবুল হকের সুপারিশক্রমে গঠিত এ কমিটি গত ১৭ আগস্ট জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত অনুমোদন পায়।
 

কমিটির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন—আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান সরকার, শাহিন আলম, নজরুল ইসলাম সজল, আব্দুল হাকিম, কালা বর্মন, মোমেন মিয়া, বাউল খোরশেদ আলম, মীর সাজ্জাদ, আল আমিন, শাহীন সরকার, বাউল বাসান বাহার, আশরাফুল আজাদ টিটু, আনোয়ার হোসেন, সফিকুল ইসলাম মুন্সী, সৈয়দ শাহীন উদ্দিন, মোঃ আনিস, রেহান এবং বিপ্লব কুমার সাহা। এছাড়া উপজেলার ২২টি ইউনিয়ন থেকে ৬৮ জন সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
 

আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও সদস্য সচিব মোঃ আল আমিন মিয়া এক বিবৃতিতে বলেন—“বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জিসাস মুরাদনগর উপজেলা কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়ায় উপজেলা উন্নয়নের উজ্জ্বল নক্ষত্র, পাঁচবারের সাবেক এমপি, জাতীয় সংসদের হুইপ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।”