অনলাইন ডেস্ক:-
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন থেকে ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না।
গত ৭ এপ্রিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল করা হয়েছে। এতে আরও জানানো হয়েছে, এই বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।