ব্যারিকেড ভেঙে সচিবালয়ের পথে লং মার্চে ম্যাটস শিক্ষার্থীরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৫ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
ব্যারিকেড ভেঙে সচিবালয়ের পথে লং মার্চে ম্যাটস শিক্ষার্থীরা

ঢাকা প্রেস নিউজ

 

শূন্যপদে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ, উচ্চশিক্ষার সুযোগসহ চার দফা দাবিতে সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।
 

রবিবার বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীর শাহবাগ মোড় থেকে তারা লং মার্চ শুরু করেন। পথে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।
 

এর আগে, শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসে। বিকেল সাড়ে ৩টার দিকে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান বৈঠকে অংশ নিতে।
 

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী।