স্পোর্টস ডেস্ক:-
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ডাচ ক্লাব পিএসভি'কে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে আর্সেনাল। এই অ্যাওয়ে ম্যাচে এমন একটি বড় জয় নিয়ে এক ম্যাচ আগে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথ প্রায় নিশ্চিত করে ফেলেছে গানাররা।
প্রথমার্ধে আর্সেনাল ৩-১ গোলের লিড নেয়। ১৮ মিনিটে টিম্বারলিন, ২১ মিনিটে নাওয়ানেরি এবং ৩১ মিনিটে মাইকেল মেরিনো গোল করেন। ৪৩ মিনিটে পেনাল্টি গোলের মাধ্যমে পিএসভি ব্যবধান কমায়।
দ্বিতীয়ার্ধে আর্সেনাল আরও চারটি গোল করে। ৪৭ মিনিটে মার্টিন ওডেগার্ড এবং ৪৮ মিনিটে ট্রোজার্ড গোল করেন। ৭৩ মিনিটে আবারো গোল আসে ওডেগার্ডের পা থেকে, আর ৮৫ মিনিটে গোল করেন ক্যালিফোনি।