নবরাত্রি উৎসবের কারণে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ বদলের বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এর মাঝেই পাকিস্তানের আরো একটি ম্যাচের তারিখ বদলের দাবি উঠল। কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ১২ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই ম্যাচটির তারিখ পরিবর্তন চায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের দিন ১২ নভেম্বর সনাতন ধর্মাবলম্বীদের বড় এক ধর্মীয় উৎসব কালীপূজা। এ উপলক্ষে অত্র অঞ্চলে বিপুল জনসমাগম হয়ে থাকে। তাই ১২ নভেম্বরের পরিবর্তে ম্যাচটি এক দিন এগিয়ে আনার অনুরোধ করেছে সিএবি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার সিএবির সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুলিশ।
সেই বৈঠকে নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হয়। কালীপূজার এত বড় জমায়েত সামলে ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে শঙ্কার জায়গা থেকেই যায়। সিএবি তাই বিসিসিআই সচিব জয় শাহকে চিঠি দিয়ে ম্যাচটির সূচিতে বদল আনার অনুরোধ জানিয়েছে। এমনিতেই মাত্র ১০০ দিন আগে বিশ্বকাপের খসড়া সূচি দিয়েছে আইসিসি। এসব পরিবর্তনের পর চূড়ান্ত সূচি কবে আসবে―সেটা এখনো বলা মুশকিল।