টিসিবির পণ্য বিতরণে স্মার্ট কার্ডের যুগ

প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৪ ০৩:৫৭ অপরাহ্ণ ৩৪৮ বার পঠিত
টিসিবির পণ্য বিতরণে স্মার্ট কার্ডের যুগ

ঢাকা প্রেস নিউজ

 

আগামী বছরের ১ জানুয়ারি থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু করবে। এই নতুন পদ্ধতির মাধ্যমে টিসিবি একজন পরিবার থেকে একজন ব্যক্তির বেশি পণ্য গ্রহণ নিশ্চিত করতে চায়।
 

শনিবার এক সংবাদ সম্মেলনে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর জানান, বর্তমানে হাতে লেখা কার্ডের ব্যবহারের ফলে অনেক সময় একাধিক ব্যক্তি একই পরিবারের কার্ড ব্যবহার করে পণ্য নিয়ে নেয়। এতে প্রকৃত প্রয়োজনীদের পণ্য পাওয়ায় বাধা সৃষ্টি হয়। স্মার্ট কার্ড ব্যবহারের মাধ্যমে এই সমস্যা সমাধান হবে।
 

তিনি আরও জানান, আসন্ন রমজান মাসের জন্য টিসিবি প্রয়োজনীয় পণ্য মজুত করে রেখেছে। তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলার মতো পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হবে।
 

এছাড়াও, টিসিবি ডিলার নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে এবং ভবিষ্যতে ডিলার নিয়োগের ক্ষেত্রে আরও কঠোর নীতিমালা অনুসরণ করবে।