বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় তারকা সানি দেওল এক সময় পর্দায় অনেকটাই অনুপস্থিত ছিলেন। যদিও তিনি নিয়মিত সিনেমায় অভিনয় করে যাচ্ছিলেন, তবুও মনে রাখার মতো তেমন কোনো হিট ছবির দেখা মিলছিল না। তবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'গদার ২' দিয়ে দুর্দান্তভাবে কামব্যাক করেন এই অ্যাকশন হিরো।
‘গদার ২’-এর ব্যাপক সাফল্যের পর নিজের পারিশ্রমিক কয়েক গুণ বাড়িয়ে দেন সানি দেওল। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, ওই ছবির জন্য যেখানে তিনি নিয়েছিলেন ৮ কোটি রুপি, এবার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাট’ সিনেমার জন্য নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক। অর্থাৎ মাত্র দুই বছরের ব্যবধানে তার পারিশ্রমিক বেড়েছে ছয় গুণেরও বেশি।
‘জাট’ মুক্তি পেয়েছে গত ১০ এপ্রিল। মুক্তির প্রথম দিনেই এটি আয় করেছে ৯ কোটি রুপি, আর দ্বিতীয় দিনে ৬ কোটি রুপি। দর্শকমহলেও ভালো সাড়া ফেলেছে ছবিটি। জানা গেছে, সিনেমাটির মোট বাজেট ছিল ১০০ কোটি রুপি, যার অর্ধেকই পেয়েছেন সানি দেওল পারিশ্রমিক হিসেবে!
ছবির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই আগ্রহই যেন পরিণত হয়েছে ভালো সাড়া আর বক্স অফিস সাফল্যে। সানির পরবর্তী ছবি হতে যাচ্ছে ‘লাহোর ১৯৪৭’, যেখানে তার বিপরীতে দেখা যাবে প্রীতি জিনতাকে। নতুন এই সিনেমায়ও যে দর্শকরা বড় চমক পাবেন, তা বলাই যায়!