নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৪:১১ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা অনুষ্ঠিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে।
 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা এলাকায় জানাজাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান (ভারপ্রাপ্ত) এবং নিহত পাইলটের পরিবারের সদস্যরা।
 

জানাজার আগে পাইলট তৌকির ইসলামের সম্মানে একটি ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ফিউনারেল প্যারেড হচ্ছে কোনো সামরিক সদস্যের মৃত্যুতে আয়োজিত একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান, যা সামরিক মর্যাদায় সম্পন্ন হয়।