স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমিরা রেলস্টেশন এলাকায় দুই মাদক বিক্রেতাগোষ্ঠীর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে রেললাইনের ওপর মারামারি শুরু হয়। এসময় জয়নাল আবেদীন (পিতা: জানে আলম) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে সীতাকুণ্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠান। তার শরীর ও হাঁটুতে গুরুতর আঘাত রয়েছে বলে চিকিৎসক জানান।
স্থানীয়দের অভিযোগ, কুমিরা এলাকা দীর্ঘদিন ধরে মাদক বেচা–কেনার ‘সর্গরাজ্য’ হিসেবে পরিচিত। মাদকসেবীদের কারণে সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হয়।
তারা আরও জানান, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, সলিমপুর লিংকরোড, বাংলাবাজার, ভাটিয়ারী স্টেশন রোড, বালুরাস্তাসহ উপজেলার বহু এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি চলছে। প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ীদের হাতে নাজেহাল হওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকির ঘটনাও ঘটে থাকে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের তৎপরতা কমে যাওয়ায় ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে সীতাকুণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা আমাদের সময়–কে বলেন, আমাদের লোকবল কম। সময়মতো পুলিশ পাওয়া যায় না বলে অভিযান কম হয়। তবে আমরা প্রতি মাসে ৪–৫টি মামলা করছি।