বাড়বকুণ্ডে গণসংযোগে আসলাম চৌধুরী: অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন বাস্তবায়নের অঙ্গীকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ   |   ১০৪ বার পঠিত
বাড়বকুণ্ডে গণসংযোগে আসলাম চৌধুরী: অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন বাস্তবায়নের অঙ্গীকার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:


 

সীতাকুণ্ডকে পরিকল্পিত ও আধুনিকভাবে গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসলাম চৌধুরী। তিনি বলেন, বড় বড় প্রকল্পের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করা গেলে কোনো এলাকাই অবহেলিত থাকবে না।
 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
 

আসলাম চৌধুরী বলেন, বাড়বকুণ্ড একটি সম্ভাবনাময় এলাকা। এখানে কৃষির সঙ্গে শিল্পের সমন্বয় ঘটাতে পারলে শুধু এই ইউনিয়ন নয়, পুরো সীতাকুণ্ডের চেহারাই বদলে যাবে। তিনি আরও বলেন, “আমি সীতাকুণ্ডকে ঢেলে সাজাতে চাই। সুযোগ পেলে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এ জনপদকে এগিয়ে নেওয়ার।”
 

উন্নয়নের পাশাপাশি সুশাসনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুশাসন নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই উন্নয়ন ও সুশাসনের সমন্বিত প্রয়াস প্রয়োজন। আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 

বাড়বকুণ্ড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আওরঙ্গজেব মোস্তাফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজাউদ্দিন, উপজেলা সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, জহুরুল আলম জহুর, আবুল কালাম আজাদ, মো. রাসেল, মাস্টার মোবারক আলী, সরোয়ার কামাল, আবু তাহের, কাজী মো. ইসহাক, হারুন ভূইয়া, সুজায়েত আলী চৌধুরী, মো. শাহজাহান, মো. ইউনুস, মো. ইলিয়াছসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।