হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ১ মাস মাঠের বাইরে রাফিনহা

প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৩:০৫ অপরাহ্ণ ২২১ বার পঠিত
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ১ মাস মাঠের বাইরে রাফিনহা

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী এক মাসের জন্য সাইডলাইনে চলে গেছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা, স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কাতালান ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার সেভিয়ার বিরুদ্ধে লা লিগায় ১-০ গোলের জয়ের ম্যাচটিতে রাফিনহা চোট পান। এ্যাটাকিং মিডফিল্ড পজিশনে রাফিনহার পরিবর্তে প্রথমার্ধে খেরতে নামে ফারমিন লোপেজ। 


ইনজুরির কারনে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পোর্তো সফরে যেতে পারছেননা রাফিনহা। একইসাথে ৮ অক্টোবর লা লিগায় গ্রানাডার বিপক্ষেও তিনি বিশ্রামে থাকবেন। আগামী ২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তার ফেরার আশা করা হচ্ছে। 

২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার মৌসুমের প্রথম ম্যাচে গেতাফের বিপক্ষে লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দলের দুই উঠতি তারকা লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের সাথে লড়াই করেই তাকে মূল দলে টিকে থাকতে হচ্ছে। 

বার্সেলোনার ইনজুরির তালিকায় বর্তমানে আরো রয়েছেন পেড্রি ও ফ্রেংকি ডি জং।