ঢাকা প্রেস নিউজ
জুলাই আন্দোলনে আহতরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান করবেন। তারা দৃঢ় কণ্ঠে বলেছেন, "দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না, প্রয়োজনে আমরণ কর্মসূচি পালন করব।"
এর আগে, বুধবার দুপুরে উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তাসহ তিন দফা দাবিতে তারা মিছিলসহকারে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে উপস্থিত হন এবং সড়কে বসে পড়েন।
বিক্ষোভকারীরা বলেন, "আমরা সারারাত এখানে অবস্থান করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।"
এর আগে বিভিন্ন সময় তারা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ এবং উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবরোধ কর্মসূচি পালন করেছিলেন।
এ বিষয়ে ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে জানান, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা তাদের কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তবে তারা রাস্তা অবরোধ করেননি, শুধুমাত্র কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।"
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।