প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের ফলাফল প্রকাশ করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। জরিপে দেখা গেছে, দেশের ৭১ শতাংশ মানুষ আনুপাতিক (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। জরিপ অনুযায়ী—
দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের পক্ষে ৬৯%
একই ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী থাকার পক্ষে ৮৯%
বিরোধী দল থেকে নিম্নকক্ষের ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে ৮৬%
সিনেটে নারীদের জন্য ৩৩% আসন সংরক্ষণের পক্ষে ৬৯%
প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান—একই ব্যক্তি না হওয়ার পক্ষে ৮৭%
শাসন ও সংবিধান সংস্কার:
মন্ত্রিপরিষদ শাসিত সরকার চান ৮৭%
রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজ পদ্ধতি চান ৮৬%
রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে ৮৮%
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে ৮৭%
মৌলিক অধিকার বিস্তৃত ও শর্তহীন করার পক্ষে যথাক্রমে ৮৮% ও ৮৪%
সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে ৮০%
নির্বাচনী সংস্কার:
নির্বাচনকালে সরকারি সিদ্ধান্তে ইসি অনুমোদনের পক্ষে ৮৭%
স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ চান ৮৪%
নির্বাচনী ব্যয় নিরীক্ষণ চান ৮৮%
চিহ্নিত দুর্নীতিবাজ ও অপরাধীদের দলীয় সদস্যপদে অযোগ্য করার পক্ষে ৯২%
‘না ভোট’ পুনঃপ্রবর্তনের পক্ষে ৮৩%
রাজনৈতিক দল সংস্কার:
পাঁচ বছর পর পর দলের নিবন্ধন নবায়নের পক্ষে ৭৬%
আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে ও অডিট প্রকাশের পক্ষে ৯১%
গোপন ভোটে মনোনয়ন প্যানেল নির্বাচনের পক্ষে ৮৩%
প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ:
বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ চান ৮৮%
শক্তিশালী স্থানীয় সরকার চান ৮৪%
উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের পক্ষে ৮১%
সুজন জানায়, মে-জুন মাসে সারাদেশে ১,৩৭৩ জন অংশগ্রহণকারীর ওপর ৪০টি প্রশ্ন নিয়ে এই জরিপ পরিচালিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ অনেকে বক্তব্য রাখেন।