মিরপুরে ট্রেন থেকে ৪০ লাখ টাকার কোকেন উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ মে ২০২৫ ০৩:১১ অপরাহ্ণ   |   ৮৯ বার পঠিত
মিরপুরে ট্রেন থেকে ৪০ লাখ টাকার কোকেন উদ্ধার

কুষ্টিয়া সংবাদদাতা:-

 

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে পরিচালিত বিশেষ অভিযানে একটি যাত্রীবাহী ট্রেন থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ১০টার দিকে চিলাহাটী থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।
 

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে তল্লাশি চালিয়ে ট্রেনের একটি বগি থেকে মালিকবিহীন অবস্থায় ৮০০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
 

বিজিবি কর্মকর্তাদের ধারণা, আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র সীমান্ত এলাকা ব্যবহার করে এ ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।