কিশোরগঞ্জে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫০ অপরাহ্ণ   |   ৭০ বার পঠিত
কিশোরগঞ্জে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

কিশোরগঞ্জ শহরে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে সিএনজিতে তুলে নিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে শহরের ঈশাখাঁ সড়কে ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
 

ভুক্তভোগী পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারের শরবত ব্যবসায়ী ইলিয়াস মিয়া জানান, মালামাল কেনার জন্য তিনি কিশোরগঞ্জ শহরে গিয়েছিলেন। দুপুর ১২টার দিকে ঈশাখাঁ সড়কে দাঁড়িয়ে থাকার সময় তিন যুবক পুলিশ পরিচয়ে তার কাছে ইয়াবা থাকার অভিযোগ তোলে। ভয় দেখিয়ে থানায় নেওয়ার কথা বলে তারা জোরপূর্বক তাকে একটি সিএনজিতে তুলে নেয়।
 

পথে দুর্বৃত্তরা ছুরি দেখিয়ে তার কাছে থাকা ২,৮৪০ টাকা ছিনিয়ে নেয় এবং মাত্র ১০০ টাকা ফেরত দিয়ে দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যায়।
 

এছাড়া, একই দিন আখড়াবাজার পিটিআই গলির কবরস্থান এলাকায় তন্ময় মাহমুদ নামে এক ব্যক্তির কাছ থেকেও ছিনতাইকারীরা ৫,৪৬০ টাকা ছিনিয়ে নেয়। তিনি এ ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন।
 

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।