নড়াইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৫:০৭ অপরাহ্ণ   |   ৮৯ বার পঠিত
নড়াইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

ঢাকা প্রেস,নড়াইল প্রতিনিধি:-

 

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসিব মোল্লা (২২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত হাসিব মোল্লা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা এবং সাব্বির মোল্লার ছেলে।
 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসিব মোল্লা মোটরসাইকেলে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। ফুলদাহ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
 

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী ট্রাকটি রেখে পালিয়ে যান।
 

কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী এখনো পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।