জামালপুর প্রতিনিধি:-
জামালপুরের বকশীগঞ্জে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
ঘটনাটি ঘটে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার তিনানী পাড়া এলাকায়।
স্থানীয়রা ও অভিযোগ সূত্রে জানা যায়, তিনানী পাড়া চন্দের বন এলাকার গরু ব্যবসায়ী দুলা মিয়ার সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলাম, মো. মাহাজন ও রুবেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে ২০১৭ সালে জামালপুর বিজ্ঞ যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মামলার আগামী শুনানির দিন ধার্য আছে ২৭ অক্টোবর।
দুলা মিয়া অভিযোগ করেছেন, মামলার নিষ্পত্তি ঘনিয়ে আসায় অভিযুক্তরা তাকে নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিচ্ছিল। তিনি বলেন, “বুধবার সন্ধ্যায় আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনানী পাড়া রাশেদ রিমি ফিলিং স্টেশনের কাছে তারা হঠাৎ আমার ওপর হামলা চালায়। প্রথমে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আমাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এরপর তারা আমাকে বিবস্ত্র করে আমার কাছে থাকা ব্যবসার ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আমার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে তারা দ্রুত পালিয়ে যায়।”
দুলা মিয়া অভিযোগ দায়েরের পর আরও জানান, “আমার অভিযোগের খবর পেয়ে অভিযুক্তরা নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমার পরিবারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, “তিনানী পাড়া চন্দের বন এলাকায় ঘটেছে এমন ঘটনা তদন্ত করা হবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”