 
                            
রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটক চার দিনের অপেক্ষার পর নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরছেন।
 
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সাজেক থেকে পর্যটকবাহী গাড়িগুলো রওনা হয়েছে। সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সকল পর্যটক নিরাপদে সাজেক ছেড়ে গেছেন এবং বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।
 
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাতের দেয়া তথ্য অনুযায়ী, পর্যটকবাহী গাড়িগুলো বর্তমানে মাচালং বাজারে বিরতি নিচ্ছে এবং খুব শীঘ্রই খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হবে।
 
এই ঘটনাটি সাজেকের পর্যটন শিল্পের জন্য একটি বড় ধাক্কা হলেও, পর্যটকদের নিরাপদ প্রত্যাবর্তন সকলের জন্য স্বস্তির বিষয়।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                         
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        