উত্তরবঙ্গের ৯ জেলা সফরে তারেক রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০২:৩১ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
উত্তরবঙ্গের ৯ জেলা সফরে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের নয়টি জেলা সফর করবেন। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
 

সফরসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। ওইদিন বগুড়ায় রাত্রিযাপনের পর ১২ জানুয়ারি তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন।
 

১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। পরে রাত্রিযাপনের জন্য আবার রংপুরে ফিরে আসবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় প্রত্যাবর্তনের মাধ্যমে সফর শেষ করবেন তিনি।
 

এই সফরের কর্মসূচির মধ্যে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
 

সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না বলেও উল্লেখ করা হয়। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।