কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে ডাকাতের হামলায় দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার রাতের দিকে কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ইয়ার্ডে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল থেকে দুই গার্ডের মরদেহ উদ্ধার করেন। নিহতদের একজনের ক্ষেত্রে হাত ও মাথা পাওয়া গেলেও শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়নি। নিহত দুই গার্ড হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ। তাদের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার আব্দুল্লাহপুর এলাকায়।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ডাকাতের হামলায় দায়িত্বরত দুই গার্ড নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের দেহ ছিন্নভিন্ন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, রোববার দুপুরে কাটিংয়ের জন্য একটি নতুন স্ক্র্যাপ জাহাজ ইয়ার্ডে আনা হয়। রাতের দিকে ডাকাত দল জাহাজে ডাকাতির উদ্দেশ্যে আসে। সাগরে বোটে দায়িত্বে থাকা দুই গার্ড বাধা দিতে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে হত্যা করে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে।