খাগড়াছড়ি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে খাগড়াছড়ি ২৯৮ আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূইয়া মারমা সম্প্রদায়ের সঙ্গে প্রথম পথসভা শুরু করেছেন।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ির নয়টি উপজেলার মারমা সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। ওয়াদুদ ভূইয়া বলেন, ধানের শীষে ভোট দিয়ে খাগড়াছড়ির উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন ও মারমা সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।