রৌমারী থানা পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জুন ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ   |   ৭৪১ বার পঠিত
রৌমারী থানা পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ!

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



৮ জুন ২০২৪: কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি দক্ষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতে চৌকস অভিযান চালিয়ে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউনিয়নের শান্তিরচর দক্ষিণ পাড়া গ্রাম থেকে একটি মোটরসাইকেলে বিশেষভাবে ফিটিং করা অবস্থায় ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও, মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ রুহুল আমীন জানিয়েছেন যে, জব্দকৃত মোটরসাইকেলের মালিক ও উক্ত মাদক কারবারির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং এই অভিযানে সকলের সহযোগিতা কামনা করছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূল এবং সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে সদা জাগ্রত থাকবে বলে জানানো হয়েছে।