ঢাকা প্রেস নিউজ
সিলেটে বন্যার জল ফুরিয়ে যাওয়ায় আজ থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মো. নাহিদ হাসান খাঁন শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম ট্রেন হিসেবে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া, কালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং ১০ নং সুরমা মেইলও এই রুটে চলাচল করবে। ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার ভারী বৃষ্টিপাতের কারণে শায়েস্তাগঞ্জ-লস্করপুর রেল সেতুর গার্ডারে পানি জমে যাওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বন্যার পানি কমে যাওয়ায় এখন এই রুটে ট্রেন চলাচল নিরাপদ বলে মনে করা হচ্ছে।