২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায়: কাদের
প্রকাশকালঃ
১০ জুন ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ ৯৯ বার পঠিত
২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ মন্তব্য করেন তিনি। এসময় কাদের বলেন, আওয়ামী লীগকে পালানোর হুমকি দিয়ে বিএনপি নিজেরাই পালিয়ে গেছে।
২৮ অক্টোবর লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে চেয়েছিলো বিএনপি। সেজন্য তাদের শাস্তি পেতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আর আন্দোলন করতে পারবে না, কারণ বিএনপির আন্দোলনে জনগণের সমর্থন নেই। বিএনপির হুমকি মোকাবিলায় শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে সবসময় মাঠে থাকবে আওয়ামী লীগ। সীমান্তে এখনকার চেয়ে বিএনপির সময় বেশি মানুষ হত্যার শিকার হয়েছে বলেও উল্লেখ করেন কাদের।
তিনি বলেন, রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট দেয়া হয়েছে। দু-একটা যে ঘটনা ঘটছে সেগুলোর বিচার করার সৎ সাহস আওয়ামী লীগের আছে। কিন্তু কোন অপরাধের বিচার করার সাহস ছিলো না বিএনপির। তিনি আরও বলেন, দুর্নীতি করে কেউ কোনো ছাড় পাবে না। বেনজীর-আজিজ আওয়ামী লীগের কেউ না। তারা দুর্নীতি করেছে। তাদের দায়মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা হচ্ছে না।