ইপিজেডে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধনে নগর আহবায়ক বেলায়েত হোসেন বুলু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ১১:০০ অপরাহ্ণ   |   ১২২ বার পঠিত
ইপিজেডে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধনে নগর  আহবায়ক বেলায়েত হোসেন বুলু

প্রেস বিজ্ঞপ্তি (চট্টগ্রাম):-

 

 

নগরীর ইপিজেড থানাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে অসহায় রোজাদার ও পথচারীদের মাঝে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় রমজান উপলক্ষে ইফতার বিতরণ কর্মসূচি ১২ মার্চ, বুধবার ১১ রমজান বিকেলে অনুষ্ঠিত হয়।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

 

 

ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইউসুফ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হোসেন,সহ -সম্পাদক মোঃ গুড্ডু,সহ-সাঃ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক মন্জুর ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ মোবিন, মোঃ শফিক। সিনিয়র সহ- সচিব মোঃ আশরাফ উদ্দিন আল সাবা,আবু ছাদেক, মোঃ নোমান, মোঃ ইলিয়াস ও মানিক।


অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কমিটির আবু হানিফ, মোঃ রিপন, মোঃ রনি, মোঃ অপু, শাহজাহান ও মোঃ নূর উদ্দিন প্রমুখ।


নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৬/১৭ বছর এদেশের মানুষ সুন্দর সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামীতে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্বাধীন জোট কে ভোটের মাধ্যমে দেশ গঠন ও সংস্কারের জন্য শহীদ জিয়া ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে বিএনপি কে ক্ষমতায় আসার দরকার রয়েছে। সবাই কে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের দোসরদের প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


পরিশেষে উপস্থিত জনতার মাঝে প্রায় প্যাকেট তৈরি করা ইফতার ও কোমল পানীয় বিতরণ করা হয়েছে।