প্রকাশকালঃ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ০২:২৭ অপরাহ্ণ ৪৪৬ বার পঠিত
অতিভারি বৃষ্টি ও উজানের ঢলের ফলে তিস্তা নদীর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বিপৎসীমা অতিক্রম করে প্লাবিত হতে পারে নদীতীরবর্তী চার জেলার কিছু নিম্নাঞ্চল। তবে এ পানি ধীরে ধীরে কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আজ ২৮ (সেপ্টেম্বর) সকাল ৯টায় তিস্তা ব্যারাজ এলাকার ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গতকাল সন্ধ্যা ৬টায় নদীটির পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধির ফলে বরাবরের মতো খোলা রয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো।
অপরদিকে গত দুই দিনের মতো আজও অব্যাহত রয়েছে টানা বৃষ্টি। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি আরো বৃদ্ধি পেয়ে বিপৎসীমা দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাটসহ নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীতীরবর্তী কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এসব এলাকায় দেখা দিতে পারে বন্যা।