কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর করা রিট খারিজ - হাইকোর্ট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ণ   |   ৫৪ বার পঠিত
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর করা রিট  খারিজ - হাইকোর্ট

ডেস্ক নিউজ-ঢাকা প্রেস


কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর করা আপিল হাইকোর্ট প্রাথমিক শুনানিতেই খারিজ করে দিয়েছেন আদালত।

 

আদালত সূত্রে জানা গেছে, আপিলটি আইনগত ও প্রক্রিয়াগতভাবে গ্রহণযোগ্য নয় মর্মে আদালত মত প্রকাশ করেন। এ কারণে বিস্তারিত শুনানিতে না গিয়ে আবেদনটি সরাসরি খারিজ করা হয়।
 

রায়ে আদালত উল্লেখ করেন, নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হলেও আপিলে উত্থাপিত অভিযোগগুলো আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হয়—এমন পর্যাপ্ত ও সুস্পষ্ট ভিত্তি তৈরি করতে পারেনি।
 

আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এ রায়ের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অযথা ও উদ্দেশ্যপ্রণোদিত আইনি জটিলতা সৃষ্টি রোধে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এতে সংশ্লিষ্ট আসনে নির্বাচনী কার্যক্রম ও প্রস্তুতি স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
 

উল্লেখ্য, এর আগেও অনুরূপ কয়েকটি আবেদনের ক্ষেত্রে আদালত একই ধরনের সিদ্ধান্ত দিয়েছেন। সংশ্লিষ্ট মহলের মতে, এসব রায় দেশের নির্বাচনী আইনি কাঠামোর ধারাবাহিকতা ও স্থিতিশীলতার প্রতিফলন।