ঢাকা প্রেস
মোঃ হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে শীতের শুরুতেই লেপ-কাভারসহ লেপ বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার স্থানীয় এনজিও সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) এর আয়োজনে, ন্যাশনাল চর অ্যালায়েন্স ও উন্নয়ন সমন্বয়, ঢাকার সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সিএসডিকে'র নির্বাহী পরিচালক ও দৈনিক সময়ের চিত্র পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জনাব মোঃ আবু হানিফ মাষ্টার, ও সিএসডিকে'র সম্মানিত সভাপতি জনাব মোঃ ফজর আলী, সিএসডিকে'র সহকারী পরিচালক ও দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ আলোম, রৌমারী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ এলাকার সম্মানিত ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সিএসডিকে'র নির্বাহী পরিচালক মোঃ আবু হানিফ মাস্টার বলেন, ন্যাশনাল চর অ্যালায়েন্স ও উন্নয়ন সমন্বয় এর সহযোগিতার এর আগেও চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের দূর্গম চর গুলোতে লেপ বিতরণ করা করা হয়৷
এ ছাড়াও তিনি কুড়িগ্রাম জেলা হিমালয়ের কাছে হওয়ায় এই অঞ্চলে প্রচন্ড শীত অনুভব হয় সে জন্য সকল দাতা সংস্থার দৃষ্টি আকর্ষণ করে কুড়িগ্রামের অবহেলিত জনগোষ্ঠীর জন্য এনজিও ও সমাজসেবক ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।