এখানে প্রায় ৯০% বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে কোন প্রকার টিউশন ফি দিতে হয় না। তবে সেমিস্টার ফি বাবদ প্রতি সেমিস্টারে ১৫০ - ৪০০ ইউরো এর মত লাগে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম জার্মান, তবে অনেক প্রোগ্রাম ইংরেজি মাধ্যমেও পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরে ২ বার আবেদন করা যায়। একটি সামার যার সময়সীমা (১ ডিসেম্বর - ১৫ জানুয়ারী) এবং অন্যটি উইন্টার, সময়সীমা (মে - ১৫ জুলাই)। ভাষার যোগ্যতা হিসেবে IELTS 6 or German Language B1 অথবা দুটাই লাগে। তবে IELTS 6.5 (Each module 6 minimum) থাকলে আপনি ভিসার ক্ষেত্রে SAFE ZONE এ থাকবেন। কোন কোন ইউনিভার্সিটি/সাবজেক্ট এর জন্য GRE ও লাগে। আর এক বছরের থাকা—খাওয়া খরচ বাবদ আপনাকে ৮৬৪০ ইউরো ব্লক একাউন্টে রাখতে হবে। আর ব্লক একাউন্টটা করতে হবে জার্মানিতে।