মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পীডবোট সংঘর্ষে মহিলা যাত্রী নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:১৬ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পীডবোট সংঘর্ষে মহিলা যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার:


মহেশখালী-কক্সবাজার নৌপথে দুইটি স্পীডবোটের সংঘর্ষে এক মহিলা যাত্রী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় মহিলার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত মহিলার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করা হয়েছে, যাতে কেউ তাকে চিনতে পারেন। যেকোনো তথ্য থাকলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
 

স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু হয়েছে।