বানিয়ে নিন অ্যালোভেরা জেল বাড়িতে

প্রকাশকালঃ ০৪ জুন ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ ১০৪ বার পঠিত
বানিয়ে নিন অ্যালোভেরা জেল বাড়িতে

অ্যালোভেরা জেল ত্বকের নানা কাজে ব্যবহার করা যায়। সচরাচর বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নেওয়া হয়। কিন্তু এসব জেলে অনেক সময় রাসায়নিক উপাদান থাকে যা ত্বকের ক্ষতি করে। তাই ঘরেই যদি অ্যালোভেরা জেল বানিয়ে নেওয়া যায় তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। সুখের খবর হলো, ঘরে অ্যালোভেরা জেল বানানো অনেক সহজ একটি কাজ। সেজন্য আপনাকে যা করতে হবে: 

*ভালো অ্যালোভেরা পাতা এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। 
*অ্যালোভেরা পাতার দুপাশে কাটা থাকে। ওই অংশ থেকে লম্বা করে কেটে নিন।
*পরিষ্কার চামচ দিয়ে ভেতরে  থাকা অ্যালোভেরা বের করে নিন। খেয়াল রাখবেন। শুধু জেল বের করবেন। পাতার কোনো অংশ রাখবেন না। 
*ব্লেন্ডারে অ্যালোভেরা নির্যাস ব্লেন্ড করে নিন। 
*ব্লেন্ড শেষ হলে পরিষ্কার সূতি কাপড় দিয়ে জেল ছেঁকে নিন। 
*জেলে একটু সুগন্ধী যোগ করার জন্য এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। 
*যেহেতু ঘরোয়া জেলে প্রিজারভেটিস থাকে না তাই খুব বেশি পরিমাণে তৈরি না করাই ভালো। এক সপ্তাহ ব্যবহার করা যাবে এই কথাটি মাথায় রাখুন।